পলাশবাড়ীতে এক গৃহবধুর আত্মহত্যা ,শিশুপুত্র গুরুতর অসুস্থ্ ।
গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামীর উপর অভিমান করে মুক্তি রানী (৩০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। ১ মার্চ বুধবার সকালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের প্রমেশ চন্দ্রের স্ত্রী মুক্তি রানী (৩০) ঘটনার দিন সকালে সংসারের বাজার খরচ না থাকায় তাদের মাঝে কথা কাটাকাটি হলে স্বামী প্রমেশ চন্দ্রের উপর অভিমান করে সবার অজান্তে স্ত্রী মুক্তি রানী গ্যাস জাতীয় ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। শিশু বা”চা অরন্য (২) তার মায়ের বুকের দুধ পান করে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষনিক শিশুপুত্র অরন্যকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে অরন্য চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। খবর পেয়ে পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) মতিউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের এস.আই হাসিব সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করেন। এসময় অত্র ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু উপস্থিত ছিলেন। মৃত মুক্তি রানী (৩০) বগুড়ার শেরপুর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত জল পেষস্বরের কন্যা। মুক্তি রানী ২ পুত্র সন্তানের জননী। পলাশবাড়ী থানার ওসি তদন্ত মতিউর রহমান জানান, আত্মহত্যা বলে শোনা যাচ্ছে তবে ময়না তদন্ত শেষে জানা যাবে হত্যা, না কি আত্মহত্যা ?